স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে খেজুর গাছ প্রতিকের চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য জমিয়ত নেতা মাওলানা আব্দুল কাইয়ুম কামালীর সমর্থনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
প্রচার মিছিলটি খেজুর গাছ প্রতিকের প্রধান নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ে এসে পথসভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়ত নেতা সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম কামালী, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা মুতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ, সহ সাংগঠনিক মাওলানা সুহাইল আহমদ, পৌর জমিয়তের সভাপতি আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা যুব বিষয়ক সম্পাদক মাওলানা এরশাদ খান আল হাবীব, যুব জমিয়তের সভাপতি মাওলানা মাহিদুল ইসলাম,ছাত্র বিষয়ক সম্পাদক গুলজান আহমদ সহ আরো অনেকে।
বক্তারা আগামী ২৫ মে অনুষ্ঠিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে দল মত নির্বিশেষে খেজুর গাছ প্রতিকে ভোট দিয়ে আব্দুল কাইয়ুম কামালীকে বিজয়ী করার আহবান জানান।
Leave a Reply