বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইল গাও ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের ইয়াদ উল্লার ছেলে শাহীন মিয়া ও একই গ্রামের আকমল মিয়ার ছেলে রাজিব মিয়ার মধ্যে এ ঘটনা ঘটে। স্থানীয় ও মামলার সূত্রে জানা যায় দীর্ঘ দিন ধরে শাহিন মিয়া এবং রাজিব মিয়ার মধ্যে নানা বিষয় নিয়ে শত্রুতা চলে আসছে। ঘটনার দিন অর্থাৎ (২৮/৫/২৩ইং) রবিবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় উঠানে কাপড় শুকানোর রশী টাঙানো কে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটির হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শাহীন মিয়া (৪০) আহত হন। গুরুতর আহত অবস্থায় শাহীন মিয়া জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে শাহীন মিয়া স্ত্রীবাদী রৌশেনা বাদী হয়ে রাজিব মিয়া, রাজিয়া বেগম, আনছার মিয়া ও জাকির মিয়া সহ ৪ জনকে আসামী করে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের করেন। অভিযোগের ভিত্তিতে জগনাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply