তাওহিদুল হক স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ২ নং পাটলী ইউনিয়নে প্রবাসী গ্রাম বাংলা সংস্থা ইউকের পক্ষ থেকে
তিন গ্রাম লোহারগাও, মোহাম্মদপুর সেরা ও মইজপুরের তিনজন দরিদ্র পরিবারকে তিনটি পাকা ঘর উপহার দেয়া হয়েছে। আজ (২৮ জুন) বুধবার দুপুর ১২ ঘটিকায় লোহারগাঁও গ্রামের আব্দুল মুহিত, মোহাম্মদপুর সেরা গ্রামের ফয়সাল আহমদ ও মইজ পুর গ্রামের আব্দুল গফফার এই তিন ব্যক্তির হাতে ঘরের চাবি তোলে দেন এবং পাকা ঘরের উদ্বোধন করা হয়। উক্ত ঘরগুলো উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পি জি এস এর ফাউন্ডার চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী খসরুজ্জামানর ওরফে ( খসরু মিয়া) সাবেক পি জি এস এর চেয়ারম্যান, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী মোহাম্মদ আলাউদ্দিন, পি জি এস এর সদস্য আব্দুর রব উদাসী, ইউপি সদস্য মোঃ জাহির আলী, লোহারগাঁও গ্রামের আব্দুস সোবান , রুহেল মিয়া, কাওসার আহমদ, মোহাম্মদপুরের ফয়সাল আহমদ, রসুলগঞ্জ বাজারের ব্যবসায়ী মোহাম্মদ কয়ছর মিয়া ও মইজ পুর গ্রামের মাওলানা ফখরুদ্দিন, লালা মিয়া, ফকির মিয়া, আব্দুল আজাদ, রানিস মিয়া, নুরুজ আলী, হাফিজুর রহমান, ফটিক মিয়া, আব্দুল গাব্বার সহ অত্র এলাকার মুরুব্বিয়ান নওজোয়ান ও যুবকরা উপস্থিত ছিলেন। পাকা ঘর উপহার পেয়ে আনন্দে আত্মহারা এই তিনটি পরিবার, তিন দরিদ্র পরিবারের পক্ষ থেকে পি জি এস এর চেয়ারম্যান ও সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আমরা সারা জীবন আপনাদের কাছে ঋণী হয়ে থাকব। এ সংগঠনের যুক্তরাজ্য সহ দেশে যারা কাজ করছেন আল্লাহপাক যেন আপনাদের সকলের পরিবার-পরিজনদের সুস্বাস্থ্য ও দীর্ঘয়ূ দান করেন এবং জানমালের মধ্যে বরকত দেন।
Leave a Reply