তাওহিদুল হক স্টাফ রিপোর্টর ::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। (৩১জুলাই) সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার সম্মেলন কক্ষে পৌর মেয়র আক্তার হোসেন
২০২৩-২০২৪ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন। বাজেটে মোট আয় দেখানো হয়েছে ৯০ কোটি ৮২ লাখ টাকা, মোট ব্যয় দেখানো হয়েছে ৯০ কোটি ৬৫ লাখ ৮০ হাজার টাকা, উদ্বৃত্ত দেখানো হয়েছে ৯ লাখ ২০হাজার টাকা। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২ কোটি ৩২ লাখ টাকা, উন্নয়ন আয় ধরা হয়েছে ৮৮কোটি ৫০ হাজার টাকা।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে
পৌরসভার সহকারী প্রকৌশলী হেলাল আবেদীনের পরিচালনায় বক্তব্য রাখেন প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, কাউন্সিলর শফিকুল হক শফিক, মোঃ কামাল হোসেন, কৃষ্ণ চন্দ্র চন্দ, সাংবাদিক শংকর রায়, সানোয়ার হাসান সুনু, আব্দুল হাই, আব্দুল ওয়াহিদ, গোবিন্দ দেব, হিফজুর রহমান তালুকদার জিয়া, শাহজাহান মিয়া।
বাজেট অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওত করেন মাওলানা আলী আহমদ গীতা পাঠ করেন পৌরসভার উপ সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলার জিতু মিয়া, আলাল হোসেন, সুহেল আহমদ, শাহিন আহমদ, ছমির উদ্দিন, সাংবাদিক রিয়াজ রহমান, হুমায়ুন কবির, মহিলা কাউন্সিলার সুবর্ন রানী শর্মা, শিল্পী বেগম, জিলু মিয়া, বিপ্লব দেবনাথ, শাহাব উদ্দিন রাহুল, তাওহিদুল হক সহ আরো অনেকই।
Leave a Reply