বিশেষ প্রতিনিধি::
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে একটি প্রভাবশালী মহল কর্তৃক কান্দারগাও ও নোয়াগাঁও গ্রামের কবরস্থান দখলের পায়তারার অভিযোগ উঠেছে।
এ বিষয়ে কান্দারগাও ও নোয়াগাঁও গ্রামের শতাধিক লোকজন স্বাক্ষরিত একটি অভিযোগপত্র জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে দাখিল করলে বিষয়টি তদন্তের জন্য কলকলিয়া ইউনিয়ন তহশীল অফিসে প্রেরন করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, আমরা উভয় গ্রামের জনসাধারণ বিগত প্রায় একশত বছর যাবত পঞ্চায়েতি কবরস্থান হিসেবে উক্ত ভুমি ব্যবহার করিয়া আসিতেছি। উক্ত কবরস্থান ব্যতীত আমাদের অন্য কোন ব্যবস্থা নেই।
কান্দারগাঁও গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে জয়নাল আবেদীন অন্যায় ভাবে ও আমাদের অজান্তে রতনপুর মৌজার জেল নং ৬, আর এস খতিয়ান নং ২৭৭, আর এস দাগ নং -৪, ৬০ শতক কবরস্থান রকম ভুমি তাহার পিতার নামে রেকর্ড করেন।
যাহাতে আমাদের দুইটি গ্রামের জনগণের ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে। এলাকাবাসী ভূমির আর এস পর্চার মালিকের নাম বাতিল করে কান্দারগাও ও নোয়াগাও গ্রামের পঞ্চায়েতের নামে কবরস্থানটি রেকর্ড সংশোধনের দাবী জানান। এদিকে গত ২৪ সেপ্টেম্বর কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশীলদার নাজমুল হুদা খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ইউনিয়ন তহশীলদার নাজমুল হুদা খান জানান, কান্দারগাও ও নোয়াগাঁও গ্রামবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সরেজমিন তদন্ত করি। একটি মহল সরকারি কবরস্থানের ভূমি দখলের পায়তারা করছে।
Leave a Reply