জগন্নাথপুর অফিস::
বৈঞ্চব কবি রাধারমন দত্তের ১০৮তম প্রয়ান দিবস উদযাপনে সার্বিক সহযোগিতা করায় মাননীয় পরিকল্পনা মন্ত্রী, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, রাধারমন ভক্ত ও দেশ বিদেশে অবস্থানরত রাধারমন দত্তের ভক্তবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাধারমণ সমাজ কল্যাণ সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ।
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহ কেশবপুর এলাকায় গত ৯ ও ১০ নভেম্বর পরিষদের আয়োজনে রাধারমণ কমপ্লেক্স মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রাধারমন দত্ত এশিয়া মহা দেশের একজন গুনী ব্যাক্তি ও ধামাইল গানের জনক। এ গুনী সাধকের দেশ বিদেশে রয়েছে অসংখ্য ভক্ত। ২ দিন ব্যাপী অনুষ্ঠানে ভক্তদের ছিল উপচে পড়া ভীড়। অনুষ্ঠানটি সফল করতে গিয়ে ঘটে যাওয়া ত্রুটি বিচ্যুতির জন্য পরিষদের নেতৃবৃন্দ হিসেবে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
Leave a Reply