বিশেষ প্রতিনিধি::
বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান এর ৭৪ তম জন্মদিন পালন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ওসমানী জাদুঘর প্রাঙ্গণে বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খান এর ৭৪ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং কেক কেটে জন্মদিন পালন করেন অতিথিবৃন্দরা।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট সিটি কর্পোরেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি জসিম উদ্দীন, প্রধান মুয়াজ্জিন মাওলানা জুবায়ের আহমদ।
এসময় উপস্থিত ছিলেন বঙ্গবীর ওসমানী গবেষণা ইনস্টিটিউটের মহাসচিব ও ওসমানী জাদুঘরের সহাকরী কীপার মো; জিয়ারত হোসেন খান, শিক্ষিকা রুনা সুলতানা, কবি ও লেখক শিপারা বেগম শিপা, মো: নুরুল আমীন, আফতাব উদ্দিন বাচ্ছু, মো; রাজন মিয়া, পিসি মো; ইউনুস মিয়া, মো: আক্তার, মো: ইসরাহুল, মো: আব্দুল কাদির, মো: সিদ্দিক আলী, মো: আব্দুল লতিফ প্রমুখ।
Leave a Reply