মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ইছগাঁও সুজাখালী খালে ড্রাম দিয়ে ভাসমান ফেরী দিয়ে মানুষ পারাপারে দুঃখ ঘুচালো এলাকাবাসীর হাজার মানুষের।
বহুদিন ধরে ওই এলাকার শিক্ষার্থী ও এলাকাবাসী দুঃখ কষ্টে চলাচল করতেন। ভাসমান ফেরীতে তাদের এখন স্বস্তি ফিরেছে। দুর্ভোগ লাগবে ড্রাম দিয়ে হাজার মানুষের জন্য ফেরী তৈরি করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় প্রবাসীরা ও সামাজিক সংগঠনগুলো। জগন্নাথপুর উপজেলার ইছগাঁও সুজাখালী খালে ড্রাম দিয়ে ভাসমান ফেরীতে দুঃখ ঘুচালো শিক্ষক ছাত্র ছাত্রীসহ হাজারো মানুষের। জানা যায়, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হাজারো মানুষ উপজেলা সদর, জেলা শহর সুনামগঞ্জ, বিভাগীয় শহর সিলেট স্কুল, কলেজে যাওয়া আসার ওই এলাকার ইছগাঁও সুজাখালি নদীটি। কিন্তু এটিতে অনেক দিন যাবত কষ্ট করে নদী পার হতে হতো মানুষের। শিক্ষার্থীসহ সবার এই ভোগান্তি দেখে স্থানীয় প্রবাসীসহ সামাজিক সংগঠন ড্রাম দিয়ে ফেরি করার উদ্যোগ নেন। এরপর স্থানীয় লোকজন, সামাজিক সংগঠন, প্রবাসী ও এলাকাবাসীর সহযোগীতায় ড্রাম দিয়ে একটি ভাসমান ফেরী নির্মান করেন। এটি চালু হয়েছে দুএক দিন হয়। তাদের এমন উদ্যোগ সারা উপজেলাসহ এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয়রা জানান, ইছগাঁও সুজাখালী নদী বর্ষাকাল আসলে প্লাবিত হয়ে যায়। আবার খরার সময় পানি থাকে। এই নদীর উউপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করছে পানি পার হয়ে। তবে ওই এলাকার প্রবাসীরা ও সামাজিক সংগঠনগুলো চমৎকার উদ্যোগ নিয়ে ভাসমান ফেরি করে মানুষের ভোগান্তি লাঘব করেছেন।
Leave a Reply