স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টার এর উদ্যোগে ১২ জন নতুন প্রশিক্ষনার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। আজ ২৬ মে রবিবার জগন্নাথপুর নতুন থানার সামনে ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টার এর অফিসে ট্রেইনার নুর আহমদ এর সভাপতিত্বে ও সাংবাদিক আলী হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম লাল, জগন্নাথপুর ওয়ালটনের পরিচালক ও মনুষ্যত্ব ফাউন্ডেশন এর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল,শুকরিয়া ফ্যাশন এর পরিচালক আকমল হোসেন, ট্রেইনার শহিদুল ইসলাম, জগন্নাথপুর বাজারের সাবেক সেক্রেটারি দিলোয়ার হোসেন, প্রশিক্ষনার্থী মাজহারুল ইসলাম, নিজাম, যুক্তরাজ্য প্রবাসী আকমল হোসেন, যুবায়ের আহমদ প্রমুখ। এসময় প্রধান অতিথির বক্তব্যে সাফরুজ ইসলাম মুন্না বলেন জগন্নাথপুরে এই প্রথম ভাই ব্রাদার্স কার ট্রেনিং সেন্টারে সুন্দর একটি উদ্যোগ নিয়েছে সেটা প্রশংসনীয় অনেক বেকারত্ব ছেলেরা এখানে প্রশিক্ষণ দিয়ে জীবন জীবিকা নির্বাহ করতে পারবে। এবং গরিব পরিবারের কম শিক্ষিত ও পিছিয়ে পড়া মানুষরা এখানে ট্রেনিং দিয়ে বেকারত্ব দূর করতে পারবে।
Leave a Reply