দেশ বাংলা ডেস্ক::
লন্ডনে আইডিয়াল গ্রীন সিলেট ইউকের চারা বৃক্ষরোপণ ও বিতরন হয়েছে। লন্ডনে
মাইলেন পার্কে আইডিয়াল গ্রীন সিলেট ইউকের চারা বৃক্ষরোপণ ও বিতরনে
জাফর ছাদিকের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা উয়েল ফেয়ার ইউকের ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা এম এ রব, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আলইসলা একাডেমির প্রিন্সিপাল মুফতি আব্দুল ওয়াদুদ লতিফী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুবায়ের লস্কর ,আব্দুর রহমান ,ফারুক আহমদ,আব্দুল কাইযুম,আমিনুল চৌধুরী,বেলাল আহমদ,ইলিয়াছ মিয়া আব্দুল মুকিত ,সুমন চৌধুরী,আব্দুল আহাদ,সহ নেতৃবৃন্দ উক্ত অনুষ্টানে লাউ (কদু) উরী কুমরা, নাগা মরিচ, কাছা মরিচ, বেগুন, টমেটো, স্টভেরী, ফুল ফলসহ বিভিন্ন জাতের চারা বিতরন করা হয়। প্রতি বছরের ন্যায় এবার ও বৃক্ষ রোপনে সবাইকে উৎসাহ প্রদানের লক্ষে যাহাতে প্রতেকে নিজ নিজ গ্রাডেনে নিজ হাতে ফলিয়ে নিজে খেতে পারেন এবং আত্মীয় স্বজনে মধে বিতরন করতে পারেন সে জন্য সকলের প্রতি বিশেষ ভাবে অনুরোধ করেন এম এ রব।
Leave a Reply