মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর স্টাফ রিপোর্টার::
মুষলধারে বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জসহ বিভিন্ন উপজেলার নদীগুলোতে পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। গতকাল (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। জেলার ভেতর দিয়ে বয়ে চলা সুরমা, কুশিয়ারা, যাদুকাটাসহ সবকয়টি নদীর পানিই বেড়ে গেছে।
জানা যায়, গত ২৪ ঘন্টায় পানি বেড়ে জেলার প্রধান নদী সুরমার পানি ছাতক পয়েন্টে বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার উপরে এবং সুনামগঞ্জে ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২১৪ মিলিমিটার।
পাহাড়ি ঢলের প্রভাবে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা আতঙ্কে রয়েছেন জগন্নাথপুর উপজেলাসহ সুনামগঞ্জ জেলা ও বৃহত্তর সিলেটের মানুষজন।
Leave a Reply