স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া নোয়াগাও গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদের কে গ্লোবাল এইড ইউকের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু উপহার দেয়া হয়। (২০ জুন) বৃহস্পতিবার নলুয়া নয়াগাঁও গ্রামের ধর্মপ্রাণ মুসলমানদেরকে পবিত্র ঈদুল আজহার কোরবানির পশু উপহার দেওয়া হয়েছে। সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ নলুয়ার হাওরের পশ্চিম পাড়ে উপস্থিত হাওয়ার বেষ্টিত একটি ছোট্ট গ্রাম, এ গ্রামের মানুষ বর্ষাকালে নলুয়ার হাওরের ঢেউ এর সাথে যুদ্ধ করে জীবন যাপন করেন, এ গ্রামের চতুর্দিকে পানি তাকায় একটি দ্বীপের মত মনে হয়। অনেক কষ্টে গ্রামের মানুষ গুলো তাদের পরিবার-পরিজনদেরকে নিয়ে জীবনযাপন করেন। সেই অজপাড়া গায়ের হতদরিদ্র মানুষ গুলোর কথা মনে রেখে
ঐতিহ্যবাহী চিলাউড়া গ্রামের কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, আব্দুর রাজ্জাক স্টাস্টের চেয়ারম্যান এম এ রব এর প্রচেষ্টায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে একটি কোরবানির পশু উপহার দিয়ে থাকেন। কোরবানীর পশুর পেয়ে গ্রামের সহজ সরল মানুষগুলো আনন্দ আত্মহারা। গ্রাম বাসীর পক্ষে সাংবাদিক মোঃ হিফজুর রহমান তালুকদার জিয়া বলেন আমাদের গ্রামের মানুষ সকলেই কৃষক, কৃষিকাজই আমাদের জীবন যাপনের একমাত্র অবলম্বন, বর্ষা মৌসুমে নলুয়ার হাওরের ঢেউ এর সাথে যুদ্ধ করে আমাদের চলতে হয়, চতুর্দিকে পানি মাঝখানে দ্বীপের মতো আমরা বসবাস করছি, আমাদের এ গরিব গ্রামের মানুষের কথা চিন্তা করে গ্লোবাল এইড প্রতিবছর পবিত্র ঈদুল আযহা একটি পশু উপহার দিয়ে থাকেন। আমি গ্রামবাসীর পক্ষে এ মহতী সংগঠনের সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদের সকলের দীর্ঘায় কামনা করছি।
বিশেষ করে যার প্রচেষ্টায় এবং অর্থ দিয়ে আমাদেরকে এই কোরবানীর পশু উপহার দিয়ে থাকেন আল্লাহ পাক যেন উনাকে অনেক বছর আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন এবং তিনির পরিবার পরিজনদের কে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। পরিশেষে গ্লোবাল এইড এর সকলকে গ্রামবাসীর পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানাচ্ছি। মাংস বিতরণ কালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, মোঃ রুনু মিয়া,মোঃ দলু মিয়া, মোঃ আবরু মিয়া, মোঃ ময়না মিয়া, মোঃ সুলতান মিয়া, মোঃ আজিজুর রহমান, মোঃ ফখরুল ইসলাম, মোঃ মুকাব্বির মিয়া, মোঃ আকরামূল, মোঃ মামুন,
মোশতাক মিয়া, মুকাব্বির, মিহিবুর রহমান টুনু মিয়া সহ আরো অনেকই।
Leave a Reply