স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের তিনটি আশ্রয় কেন্দ্রে পৌর পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয় । আজ (২২ জুন) শনিবার দুপুরে পৌর পরিষদের উদ্যোগে ১৪৫ টি পানি বন্দী পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর মোঃ আলাল হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছাঃ শিল্পী বেগম, পৌর পরিষদের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ সহ আরো অনেকই। জগন্নাথপুর পৌরসভার জননন্দিত মেয়র মোঃ আক্তার হোসেন দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে জানান উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টিতে পৌরসভার ঘরবাড়ি রাস্তাঘাট ও নিম্ন অঞ্চল প্লাবিত হয়। পৌর শহরের অনেকের বাড়ি ঘরে বন্যার পানি ওঠে বসবাসের অনুপযোগী হয়ে ওঠায় আশ্রয় কেন্দ্রগুলোতে বন্যার্ত পরিবারগুলো এসে আশ্রয় নিয়েছেন। আমি সব সময় তাদের খোঁজ খবর রাখছি, আজ আমার পরিষদের পক্ষ থেকে ১৪৫টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ধারাবাহিকভাবে ৭০০ টি পরিবারের মধ্যে প্রতিটি আশ্রয় কেন্দ্রে প্রাণ সামগ দিয়ে দেওয়া হবে।
Leave a Reply