মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে যুগলনগর ১০০ মিটার সড়ক উচু করার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগন্নাথপুর সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে যুগল নগর ডাউকা নদীর উপর নির্মানাধীন সেতু পর্যন্ত ১০০ মিটার রাস্তাউচু করার দাবিতে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণীপেশার শতাধিক এলাকাবাসী এ মানববন্ধনে অংশ নেন।
জানা যায়, রাস্তাটি তৈরি হওয়ার পর থেকে এ পর্যন্ত রাস্তার উভয় দিকের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানি জমে ও বন্যায় রাস্তাটি ডুবে গিয়ে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে যার ফলে ভোগান্তিতে পরতে হয় স্কুল কলেজ মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীসহ চার পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ। মাত্র ১০০ মিটার রাস্তা ঘিরে প্রায় ৫ হাজার মানুষের বসবাস। এ রাস্তা দিয়ে ৩/৪ টি গ্রামের যাতায়াত, শাহজালাল মহা বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।
মানবন্ধনে এলাকাবাসী বলেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় আগে রাস্তাটি নির্মাণ করা হয়। এরপরে বিগত বন্যায় রাস্তাটি ভেঙ্গে গেলে পুনরায় সংস্কার করা হয়। বর্তমানে রাস্তাটি নিচু হওয়ায় সামান্য পানিতে তলিয়ে বেহাল দশায় পরিণত হওয়ায় কয়েক গ্রামের প্রায় ৫ হাজার মানুষের যাতায়াতে চরম ভোগান্তির কারণ হয়ে উঠেছে। রোগী নিয়ে সময়মত হাসপাতালে যাওয়া যায় না। দ্রুত রাস্তাাটি সংস্কার করা এখন সকলের প্রাণের দাবি হয়ে উঠেছে।
মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন যুগল নগর গ্রামের সুহেল মিয়া এসময় তার বক্তব্যে বলেন জগন্নাথপুর সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক থেকে যুগল নগর ডাউকা নদীর উপর নির্মিত সেতু পর্যন্ত ১০০ মিটার রাস্তা জগন্নাথপুর সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সমান উচু করনের জন্য জগন্নাথপুর-শান্তিগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য এম এ মান্নান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, ও কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়ার নিকট দাবি জানান।
Leave a Reply