জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের ৮নংওয়ার্ডকে মডেল ও ডিজিটাল ওয়ার্ডে রুপান্তরিত করতে চান অত্র ওয়ার্ডের উপ- নির্বাচনে মেম্বার প্রার্থী মোঃ সুজন আলম। আগামী ২৭ জুলাই এই ওয়ার্ডের উপ- নির্বাচন অনুষ্ঠিত হবে।
সামাট,কামিনীপুর ও গোয়াল কুড়ি গ্রাম নিয়ে পাটলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডটি গঠিত। এই ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১২২০ এর মধ্যে পুরুষ ভোটার ৬০৬ এবং নারী ভোটার ৬১৪ জন।
এ ওয়ার্ডের ছোট-বড় রাস্তা থেকে শুরু করে বেশীর ভাগ রাস্তা চলাচলের উপযোগী নয়। কোনো রাস্তার অবস্থা এত খারাপ যে, হেঁটে পথ চলতেও কষ্ট হয়। সারা বছরই ওয়ার্ডবাসীকে নানা ভোগান্তি পোহাতে হয়। বাসিন্দারা জানান, দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ওয়ার্ডটিকে নতুন করে সাজাতে হবে। মেম্বার প্রার্থী মোঃ সুজন আলম বলেন, আমার প্রতীক মোরগ। আমি নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করে যাব। এই ওয়ার্ডের বেহাল দশার কোনো পরিবর্তন হয়নি। তাই এলাকাবাসীর জন্য কাজ করার উদ্দেশ্য নিয়েই নির্বাচনে অংশ নিয়েছি। রাস্তাঘাট,মাদকসহ বিভিন্ন সমস্যা গুরুত্ব দিয়ে কাজের মাধ্যমে ৮নং ওয়ার্ডকে উন্নত মডেল ও ডিজিটাল ওয়ার্ডে রুপান্তরিত করব
Leave a Reply