মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর মৌজার জগদীশপুরে মোহাম্মদগঞ্জ বাজার অবস্থিত। স্থানীয়দের উদ্যোগে বসানো হয় এই বাজার আর সেই বাজারের নামকরণ করা হয় মোহাম্মদগঞ্জ বাজার।
বাজারটি কয়েক বছরের মধ্যেই খুব জনপ্রিয় হয়ে উঠে। কিন্তু হঠাৎ করেই এই বাজারে কোন সভা সেমিনার হলে স্থানীয় শ্রীধরপাশা গ্রামের কিছু মানুষের হস্তক্ষেপে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোহাম্মদগঞ্জ বাজার শ্রীধরপাশা নামকরণ করা হয়। এ নিয়ে ইউনিয়নের জগদীশপুর গ্রামসহ আশপাশের গ্রামের মানুষের মধ্যে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
জগদীশপুর গ্রামের সুহেল মিয়া তালুকদার, ছদরুল আমিন তালুকদার, আজাদ মিয়া তালুকদার, ছিদ্দিকুর রহমান তালুকদার বলেন, বিগত ১২ জুলাই বাজারে কলকলিয়া চন্ডিডহর সড়ক বন্যায় ভেঙে যাওয়ায় স্থানীয়দের সহযোগীতায় মেরামতের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হলে ঐ অনুষ্ঠানের ভিডিও চিত্রে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মোহাম্মদগঞ্জ বাজার শ্রীধরপাশা লিখে পোস্ট করা হয়। তবে এ ধরনের কোনো নাম দিয়ে বাজারের নামকরণ করাটা সঠিক নয়। বাজারের নামকরন নিয়ে বিভ্রান্ত সৃষ্টি থেকে বিরত থাকার জন্য সেচতন নাগরিকবৃন্দ আহ্বান জানান।
Leave a Reply