মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের ঐতিহ্যবাহী কেশবপুর গ্রামের বাসিন্দা, যুক্তরাজ্য প্রবাসী, যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটি আওয়ামী লীগের সহ সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষা অনুরাগী, দানশীল ব্যাক্তি আফতর আলীর ও তিনির পুত্রগণ যুক্তরাজ্য ম্যানচেস্টার সিটির বিশিষ্ট ব্যবসায়ী আলী আক্তার, মোহাম্মদ আলী ও রাকিব আলীর অর্থায়নে বন্যায় খাদ্য সংকটে থাকা পানিবন্দি অসহায় দুইশত পরিবারের মধ্যে ত্রাণ উপহার দেয়া হয়েছে।
ভারতের চেরাপুঞ্জিতে অতিমাত্রায় বৃষ্টিপাত, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার নিম্ন অঞ্চল গুলো বন্যায় প্লাবিত হয়। (১৭ জুলাই) বুধবার সকাল ১১ ঘটিকায় প্রবাসী আওয়ামিলীগ নেতা আফতর আলীর বাসভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পৌর শহরের কেশবপুর গ্রামের পানিবন্দী অসহায় মানুষের মধ্যে ত্রাণ উপহার দেয়া হয়। এসময় দৈনিক দেশবাংলা টোয়েন্টিফোর ডটকম এর সম্পাদক ও প্রকাশক হিফজুর রহমান তালুকদার জিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ শামীম আহমদ, বিশিষ্ট মুরব্বি অমির মিয়া, মোঃ আঙ্গুর মিয়া, হাফিজ মোঃ খলিলুর রহমান, মোঃ আতিক মিয়া, সমাজ সেবক শাহিন শাহ, মোঃ রফিক আলী , দিদার আলী, সোহেল মিয়া, অবিন্ড্র সূত্রধর, তারেক মিয়া, আলমগীর হোসেন , জাহাঙ্গীর মিয়া, টনি মিয়া, দিবারত্ন নাথ,
সেলিম আহমদ, জিহাদুল ইসলাম আয়ান সহ আরো অনেক উপস্থিত ছিলেন। উপস্থিত ব্যক্তিরা বলেন প্রতিবছর প্রবাসী আওয়ামিলীগ নেতা আফতর আলীর পরিবারের পক্ষ থেকে পাঁচ বার গরীব অসহায় মানুষের মধ্যে খাদ্য বস্ত্রসহ বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে থাকেন। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ হাসনাত আহমেদ।
Leave a Reply