মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিগত ২০২২ সালের বন্যায় ও চলমান ২৪ সালের বন্যায় উপজেলার বিভিন্ন রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে যায়। ফলে দুর্ভোগে পড়ে এলাকাবাসী ও যান চালকরা। সরকারিভাবে কাজ করতে অনেক সময় লাগবে। তাই নিজেরাই উদ্যোগ নিয়ে ইউনিয়নের দেশ বিদেশের মানুষের আর্থিক সহযোগিতায় গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার করছেন।
স্থানীয় কলকলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া ও কলকলিয়া ইউনিয়ন আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল হোসন রানাসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতায় এলাকার লোকজন একাজ করেন। জানা যায়, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কলকলিয়া-চন্ডিডহর সড়কের প্রায় ৩ কিলোমিটার রাস্তা ২০২২ সালের বন্যায় ক্ষতিগ্রস্ত, দীর্ঘ দিন ধরে সংস্কারের অভাবে ও ২০২৪ সালের বন্যায় ভেঙে চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ওই রাস্তায় চলাচলকারী কান্দারগাঁও, নোয়াগাঁও, তেলিকোনা, কামারখাল, গলাখাল, শ্রীধরপাশা, জগদীশপুরসহ ওপর দুই উপজেলা দিরাই শান্তিগঞ্জের হুসেনপুর, হাসামপুর, পাইকাপন ৮ গ্রামের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছিলেন। দফায় দফায় বন্যায় ওই রাস্তাটি একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়লে তা সংস্কারের উদ্যোগ নেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। তাহারা প্রথমে রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় মোহাম্মদগঞ্জ বাজারে মত বিনিময় সভা করেন। সেখান থেকে সকলের পরামর্শ সাপেক্ষে প্রথমে রাস্তা সংস্কারের কাজ শুরু করেন। কাজ দেখে অনেকেই এগিয়ে আসেন।
কলকলিয়া হতে চন্ডিডহর ওই রাস্তাটি কলকলিয়া থেকে জগদীশপুর মোহাম্মদগঞ্জ বাজার শ্রীধরপাশা কামারখাল হয়ে চন্ডিডহর কামারখালী নদীর পারে গিয়ে মিলিত হয়েছে। ওই এলাকার লোকজনের বিভাগীয় শহর সিলেট জেলা ও উপজেলা শহর সুনামগঞ্জ জগন্নাথপুর যেতে চাইলে অন্তত প্রায় ৩ কিলোমিটার কর্দমাক্ত পথ পারি দিয়ে যেতে হয়।
এলাকার কৃষক তাদের কৃষিপণ্য নিয়ে পড়েন চরম বিপাকে। স্কুল কলেজ ও দ্বীনি প্রতিষ্টান মাদ্রাসাগামী শিক্ষার্থীরাও এতোদিন এই রাস্তায় দুর্ভোগ নিয়ে যাতায়াত করেছে।
এলাকার একাধিক লোকজন বলেন, চন্ডিডহর-কলকলিয়া রাস্তার চন্ডিডহর হইতে শ্রীধরপাশা জগদীশপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে উপজেলা প্রকৌশলী কোন উন্নয়ন কাজ করেননি। তাই রাস্তাটিতে স্বাভাবিক চলাচল অব্যাহত রাখতে এলাকার মানুষ রাস্তাটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। রাস্তাটি জরুরি ভিত্তিতে পাকা করণ আবশ্যক।
এবিষয়ে কলকলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রফিক মিয়া বলেন, ওই রাস্তা দিয়ে এখানকার বিভিন্ন গ্রামের মানুষ নিত্যদিন চলাচল করে। তাদের দুর্ভোগ দেখে মানবিক দিক বিবেচনা করে আমরা রাস্তাটি একটু সচল করছি।তিনি আরও বলেন, এই সড়কটি প্রস্তাবনায় আছে। বর্তমানে জনসাধারণের চলাচলের জন্য ইউনিয়নবাসীর অর্থায়নে রাস্তাটির সংস্কার কাজ করছি।
Leave a Reply