স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা জাতীয়বাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগষ্ট) বিকালে হবিবপুর গ্রামে যুবদল নেতা শামিনুর রহমানের বাসভবনে বিকাল ৪ ঘটিকায় বিএনপি নেতা মোঃ মিজানুর রহমানের পরিচালনায় , উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সদস্য আবিবুল বারি আয়হানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মাছুম আহমদ, সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা সাংবাদিক সানোয়ার হোসেন সুনু, বিএনপি নেতা মোঃ আব্দুল ওয়াহাব,
যুবদল নেতা আনছার মিয়া, যুবদল নেতা
সুহেদ আহমদ,আফরোজ আলী,
হিফজুর রহমান তালুকদার জিয়া, আবদুল কাইয়ুম বাবর, মাহবুবুর রহমান, রিপন মিয়া সহ আরো অনেকই।
মতবিনিময় সভায় বক্তারা বলেন ছাত্র-ছাত্রীদের প্রাণের বিনিময়ে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করে বাংলাদেশকে স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের হাত থেকে মুক্ত করে আবারও স্বাধীন করতে পেরেছি। যে সকল ছাত্র-ছাত্রীরা শহীদ হয়েছেন তাদের আত্মার কামনা করি এবং যারা আহত হয়েছেন আল্লাহপাক যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন, সেজন্য মহান আল্লাহর দরবারে আমরা প্রার্থনা করি।
বক্তারা আরো বলেন এখনই সময় একে অন্যের প্রতি হিংসা বিদ্বেষ বলে আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ ভাবে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত মিলেমিশে কাজ করে দলকে এগিয়ে নেওয়ার। সবার শেষে সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা মাসুম আহমদ।
Leave a Reply