স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা বিএনপির নির্দেশে দেশের বর্তমান পরিস্থিতিতে জগন্নাথপুর উপজেলায় শান্তি শৃঙ্খলা রক্ষায় জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলামের মতবিনিময় হয়েছে।
আজ শনিবার (১০ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির অন্যতম সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শহীনের নেতৃত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান, প্রচার সম্পাদক দিলু মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক নুরুল আমীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব শামছুল ইসলাম জাবির।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, দলের নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তার দায়ভার দল নেবেনা। কেউ সন্ত্রাসী কর্মকান্ড করলে তা কঠোর হাতে দমন করা হবে। নেতৃবৃন্দ অবনত মস্তকে সেই সহযোদ্ধা ছাত্র ভাই যারা প্রাণ দিয়ে পরপারে চলে গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং যেসব ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন নেতৃবৃন্দ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরন করেন।
নেতৃবৃন্দ বলেন আমরা সকল অনিয়ম ও সকল হত্যাকান্ডের বিচার চাই। দেশের মানুষের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জগন্নাথপুরের আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন বিএনপি নেতৃবৃন্দ।
Leave a Reply