স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ১৩৩ নং পশ্চিম ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে এলাকাবাসী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দায়ের
করেছেন। অভিযোগের অনুলিপি সদয় অবগতির জন্য উপজেলা নির্বাহী অফিসার ও সেনাবাহিনীর নিকট প্রেরন করেন।
২৭ আগষ্ট ( মঙ্গলবার) এলাকাবাসীর পক্ষে স্থানীয় ৯ নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ ছমির উদ্দিন সহ ১৬৬জন স্বাক্ষরিত দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম ইতোমধ্যে বিভিন্ন অনিয়ম করায় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও অভিভাবকবৃন্দগণ দুর্নীতিবাজ, অনিয়মকারী প্রধান শিক্ষকের অপসারণ দাবী করছেন। অভিযোগে জানাযায়, প্রধান শিক্ষক তাহার নিজের খেয়াল খুশিমত বিদ্যালয়ে আসা যাওয়া করেন। বিদ্যালয়ে উপস্থিত না হয়ে ও শিক্ষক হাজিরা খাতায় স্বাক্ষর করেন। কমিটির সদস্যদের অবগত না করে স্কুলের স্লীপ ফান্ডের টাকা, ক্ষুদ্র মেরামতের টাকা উত্তোলন করে নামে বেনামে নিজে ভাউচার তৈরী করে করে টাকা খরচ করেছেন। বিদ্যালয়ের ছাদে ছাদ বাগানের করে বিভিন্ন ধরনের কৃষিপন্য উৎপাদন করে নিজের প্রয়োজন মেটানোসহ বাজারে বিক্রয় করেন। তাছাড়া বিদ্যালয়ে উপস্থিত না হয়ে বিভিন্ন ঠিকাদারী ব্যবসা ইট, বালু ও পাথরের ব্যবসার ও পুরাতন স্কুল ক্রয় করে বিক্রয় করার ব্যবসার সাথে জড়িত,। তিনি এলাকার সহজ সরল লোকজনকে জন্ম নিবন্ধন করে দেয়ার কথা বলে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নিবন্ধনও দেননি এমনকি টাকা ফেরত দেননি,। এলাকার লোকজন থেকে ভোটার আইডি কার্ড সংশোধন ও ভোট তুলে দিবেন বলে টাকা নিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক মনিরুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি রিসিভ করেননি। এব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোঃ ছমির উদ্দিন বলেন, আমি কাউন্সিলর হওয়ার পর ও বিদ্যালয়ের কোন বিষয় আমাকে অবগত করেনি দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মনিরুল ইসলাম। আমি আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মনিরুল ইসলামের বদলীসহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট দাবী জানাই।
Leave a Reply