রিয়াজ রহমান / হিফজুর রহমান তালুকদার জিয়া ::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ ও রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম এর পদত্যাগের দাবিতে সাধারণ শিক্ষার্থী ও সর্বস্থরের জনগনের ব্যানারে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগষ্ট ) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণ বিক্ষোভ মিছিল নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলে অংশ নেয় ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা। তাদের সঙ্গে অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীরা ছিলেন। বিক্ষোভ মিছিলে ছাত্র-ছাত্রীরা দফা এক দাবি এক সামাদ স্যারের পদত্যাগ, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের আঙিনায় রাজনীতির ঠাঁই নাই’সহ নানান স্লোগানে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে স্কুল মাঠে ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জানায়, প্রধান শিক্ষক আব্দুস সামাদ ছাত্র-ছাত্রীদের সাথে এবং অভিভাবকদের সঙ্গে দুর্ব্যবহার, রাজনৈতিক প্রভাব খাঁটিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ করে আসছেন। দুর্নীতি এবং নানা অনিয়ম করে শিক্ষার্থীদেরকে কোনঠাসা করে রাখতেন তিনি। শিক্ষার্থীরা আরও জানায়, পদত্যাগের কথা বলায় আমাদেরকে পারিবারিকভাবে চাপ সৃষ্টি করছেন এবং বিদ্যালয় থেকে বের করে দেওয়া কথা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এতো দিন কেউই রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে কথা বলতে পারতো না। যার কারণে এখন তারা প্রধান শিক্ষকের পদত্যাগের এক দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নিয়মনীতির তোয়াক্কা না করে বিদ্যালয়ের সার্বিক ক্ষতি করেছেন প্রধান শিক্ষক সামাদ। ক্ষমতা চোখ রাঙানির ভয়ে সবকিছু জেনেও শিক্ষক-ছাত্র-অভিবাবকরা কিছুই বলার সাহস পায়নি। পরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহনকারীরা রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে গিয়ে চেয়ারম্যান শেখ ছদরুল ইসলামের পদত্যাগের দাবীতে বি়ভিন্ন শ্লোগান দেন।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জাহিদ, সুলেমান, রাজা, আব্দুর রহিম, জয়নাল, আরিফুল, সাফোয়ান, রাহাত, মোফাচ্ছির,আজহার, হালিম,শাহিনুর ও উসামা সহ শত শত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহন করে।
কর্মসূচী চলাকালীন সময় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলার দায়িত্বে থাকা সেনাবাহিনীর উর্ধতন কর্মকর্তা আগামী ২৯ আগষ্ট শিক্ষার্থীদের প্রতিনিধি, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধির সাথে বৈঠক করে শিক্ষার্থীদের দাবি বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন বলে বিদ্যালয় পরিচালনা কমিটির মাধ্যমে আশ্বাস প্রদান করেছেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন।
Leave a Reply