মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর থেকে:
ভারত থেকে আসা পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক বন্যা কবলিত এলাকায় নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন জোনের পক্ষে তাদের প্রতিনিধিগন।
আজ বৃহস্পতিবার সিলেট বিভাগের ১ টি টিম ফেনী এবং কুমিল্লার বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলে শুকনো খাবার বিশুদ্ধ পানি ও নগদ অর্থ বিতরণ করবে। এ ছাড়াও গত বুধবার ফেনীতে খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন করেছেন কলকলিয়া ইউনিয়ন জোনের প্রতিনিধিগণ।
গত কয়েক দিনে কলকলিয়া ইউনিয়ন জোনের প্রতিনিধিগন এর উদ্যোগে বিভিন্ন দলে ভাগ হয়ে বিভিন্ন স্থান হতে বন্যার্তদের জন্য ১ লক্ষ ৫৫ হাজার টাকা সাহায্য তহবিল সংগ্রহ করেন। এ প্রসঙ্গে কলকলিয়া ইউনিয়ন জোনের সদস্য ও জামিয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মাদরাসা কামারখালের মুহতামিম মাওলানা মুতিউর রাহমান বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জাতীয় পর্যায়ের সংকট উত্তরণে মানুষের সামর্থ্যের মধ্যে এ উদ্যোগে অংশগ্রহণ –জাতীয় ঐক্যের প্রতিফলন। ভবিষ্যতে এমন মানবিক প্রচেষ্টায় তারা দেশের পাশে থেকে একটি বৈষম্যহীন দেশ গঠনে ভূমিকা রাখবে।
শ্রীধর পাশা দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা হোসাইন সারওয়ার, শ্রীধর পাশা মাদরাসা মসজিদের ইমাম ও খতিব মাওলানা হোসাইন আহমেদ,বলেছেন,
ফেনী, কুমিল্লা দেশের বিভিন্ন অঞ্চলে অধিকাংশই ঘর–বাড়ি, ক্ষেত–খামার পানিতে ভেসে গেছে। পানি কমলেও এদের খোলা আকাশের নিচেই ঠাঁই নিতে হবে। তাই বন্যার্তদের পুনর্বাসনে জরুরী ভিত্তিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণ আবশ্যক। তিনি ফেনী কুমিল্লা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন জিসান আহমেদ প্রমুখ।
Leave a Reply