স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুরে সরকারী অফিসে চাদাদাবী করতে গিয়ে আব্দুর রহিম নামের এক ছাত্রলীগ নেতা লাঞ্ছিত হয়েছে। সে রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে।
আব্দুর রহিম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি বলে জানাগেছে। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বীরদর্পে Virat এসব অপকর্ম চালিয়ে আসছে বলে একটি সূত্র জানিয়েছে।
জানাগেছে, গত এক সপ্তাহ ধরে ছাত্রলীগ নেতা আব্দুর রহিমের নেতৃত্বে জয়নাল আবেদীন সহ ৪/৫ জন সরকারি একটি অফিসে এসে চাঁদাদাবী করে আসছিল। তাদের কথামত টাকা না দেয়ায় ঐ কর্মকর্তাকে অফিসে এসে অকথ্য ভাষায় গালিগালাজ সহ প্রায় সময় ফোনে বিরক্ত করতো।
মঙ্গলবার ৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সহ তার সহযোগিরা সরকারি অফিস এলাকায় এসে কর্মকর্তাকে না পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয়ে ঐ ছাত্রলীগ নেতাকে চড় তাপ্পরসহ শারিরিক লাঞ্ছিত করে। তবে চাদাদাবীর বিষয়টি অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতা আব্দুর রহিম।
Leave a Reply