মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডহর নদীর খেয়াঘাট এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডহর নদীর খেয়াঘাট এলাকায় স্থানীয় লোকজন একটি অর্ধগলিত লাশ ভেসে যেতে দেখে সাথে সাথে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমানের নেতৃত্বে এস আই শাহিন হোসেনের সহযোগিতায় একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে স্থানীয় লোকজনের সহায়তায় অর্ধগলিত যুবকের লাশটি উদ্ধার করেন।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুর রহমান জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের চন্ডিডহর খেয়াঘাট এলাকায় লাশটি ভেসে আসে। স্থানীয় লোকজনের সহায়তায় লাশটি উদ্ধার করে আজ বুধবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply