বিশেষ প্রতিনিধি::
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকা নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। গত মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২.৩০ মিনিটের সময় ঢাকা নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস অনুষ্ঠিত হয়। মহাসমাবেশে নেতাকর্মীরা আনন্দ উল্লাসে মেতে উঠেন, অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় সংগীত সহ বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশন করেন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে একাত্তরের রণাঙ্গনে পাকিস্তানি পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণকারী, সিলেটের কৃতি সন্তান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি ও অন্তর্বর্তীকালীন আহবায়ক এম এ মালেক খানের নেতৃত্বে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের কে সাথে নিয়ে বিশাল মিছিল সহকারে আন্তর্জাতিক গণতন্ত্র দিবসের মহাসমাবেশে যোগদান করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম সানাওয়ার হোসেন, কাজী মহি উদ্দিন বুলবুল, হাজী ওয়ালী উল্লাহ বাবলু, নূর আহমদ, মীর মোশাররফ হোসেন, নূর আলম মিয়া, আমীর হোসেন, আজিজুল হক দুলাল, কুতুবউদ্দিন আহমদ, ক্যাপ্টেইন মিজানুর রহমান চৌধুরী প্রমূখ।
Leave a Reply