নিজস্ব প্রতিবেদ::
রাজধানী ঢাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত (১৭ সেপ্টেম্বর) জাতীয়তাবাদী দল বিএনপির মহাসমাবেশ বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভাগীয় শহরগুলোতে স্মরণকালের সবচেয়ে বড় গণসমাবেশকে সফল করার লক্ষ্যে ও শোভাযাত্রা করেছে বিএনপি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় ঢাকা নয়াপল্টনে বিশ্ব গণতন্ত্র দিবসকে সফল করার লক্ষ্যে বিভিন্ন প্রান্ত থেকে বিশাল বিশাল মিছিল সহকারে যোগদান করেন নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠানকে সার্থক ও সফল করে তুলতে সিলেটের কৃতি সন্তান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ সভাপতি ও অন্তর্বর্তীকালীন আহবায়ক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর
হাতে গড়া সৈনিক যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এম এ মালেক খানের নেতৃত্বে নেতাকর্মীদেরকে নিয়ে বিশাল একটি শোভাযাত্রা ও মিছিল সহকারে যোগদেন। শোভাযাত্রা মিছিলে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা দলের এম. সানাওয়ার হোসেন, কাজী মহি উদ্দিন বুলবুল, হাজী ওয়ালী উল্লাহ বাবলু, নূর আহমদ, মীর মোশাররফ হোসেন, নূরে আলম মিয়া,আমীর হোসেন, আজিজুল হক দুলাল, কুতুব উদ্দিন আহমদ, ক্যাপ্টেন মিজানুর রহমান চৌধুরী সহ আরো অনেকই। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদেরকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমানকে একনজর দেখা ও বক্তব্য শোনার জন্য সভাস্থলের বিভিন্ন পয়েন্টে ডিজিটাল প্রজেক্ট দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়, মহাসমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
একাত্তরের মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা অন্তর্বতীকালীন আহবায়ক এম এ মালেক খান উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন গত ১৫ বছরের স্বৈরাচারী আওয়ামিলীগ সরকার বিএনপিকে দমন করতে গিয়ে আমাকে অসংখ্য মিথ্যা মামলা ও জুলুমের শিকার হতে হয়েছে। শুধু আমি নই দলের ৫২২ জন নেতা কর্মীকে গুম করেছে এ সরকার, খুন করা হয়েছে বিএনপি’র ১০ হাজার নেতা কর্মীকে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন এখনই সময় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করা মুক্তিযোদ্ধা দল অঙ্গীকারবদ্ধ। আমরা একটি নিরাপদ এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সংকল্পবদ্ধ, যা রাষ্ট্রীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক গণতান্ত্রিক বিকাশে ভূমিকা রাখবে। পরিশেষে শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল নেতাকর্মকে ধন্যবাদ জানান।
Leave a Reply