বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার শেওড়া গ্রামের মৃত আব্দুল মন্নানের পুত্র হিরন মিয়া (৪৬), মোঃ আঃ মুমিন (৩৫) ও মিরাজ মিয়ার পুত্র মোশাহিন মিয়া (২০)। গ্রেফতারকৃত আসামীদের শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায় গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে জিআর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামি তিন জনকে তাদের
নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, গ্রেফতারকৃত আসামীদের শনিবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
Leave a Reply