বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের আহমদাবাদ (কুবাজপুর) গ্রামে শাহ সুবা চৌধুরী, শাহ শাহাব চৌধুরী ও ইদুদ্দোজা চৌধুরী গংদের লোকজন ও একই গ্রামের মৃত শাহ নেওয়াজ চৌধুরীর স্ত্রীর লোক খলিল মিয়া চৌধুরী, লুবন মিয়া চৌধুরী, ছাতির মিয়া চৌধুরী, চৌধুরী, নাইম মিয়া চৌধুরী ও সায়েক মিয়া চৌধুরীর মধ্যে ভূমি দখল নিয়ে উত্তেজনা বিরাজ করছে। ভূমি দখল নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। প্রতিদিনই ভূমিতে বসবাসকারী ও কেয়ার টেকারদের উচ্ছেদ করতে মহড়া দেয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যে ঘটেছে দখলের ঘটনাও। জোরপূর্বক ভূমি দখলের ঘটনায় সুবা চৌধুরীরের কেয়ারটেকার বাদী হয়ে খলিল মিয়া চৌধুরী গংদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানিয়েছেন, আদালতে মামলা থাকা জমি দখল-পাল্টা দখল নিতে দুইপক্ষ মরিয়া হয়ে ওঠায় এলাকায় ভীতি ছড়িয়ে পড়ে। নিরাপত্তাহীনতায় ভোগছে।
সুবা চৌধুরীর কেয়ারটেকার মোঃ রাহিম চৌধুরী জানান, আমার চাচা শাহ সুবা চৌধুরী, শাহ শাহাব চৌধুরী ও ইদুদ্দোজা চৌধুরী সপরিবারে যুক্তরাজ্য বসবাস করার কারনে বাংলাদেশে থাকা আমার চাচাদের ফসলী জমি, বাগানবাড়ি, বাগান বাড়ীতে থাকা পুকুর ও মৎস্য খামার আমিসহ কয়েকজন কেয়ারটেকার দেখাশোনা ও রক্ষনা-বেক্ষন করি। খলিল মিয়া চৌধুরী সম্পন্ন অন্যায় লাভের আশায় একটি পক্ষ নিয়ে শাহ সুবা চৌধুরী, শাহ শাহাব চৌধুরী ও ইদুদ্দোজা চৌধুরী গংদের সম্পত্তি দখল নিতে বিভিন্নভাবে আমাদের উপর আক্রমণের চেষ্টা ডহ হয়রানি করে আসছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকিয়া আইনের শরণাপন্ন হয়েছি।বতর্মানে খলিল মিয়া চৌধুরীর লোকজন প্রায় সময় লোকজন নিয়ে খামার বাড়িতে হামলা করে। এই নিয়ে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘর্ষ সৃষ্টি হতে পারে আমি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ মোখলেসুর রহমান আকন্দ দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে জানান সংঘর্ষ এড়াতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে প্রতিনিয়ত পুলিশ টহল দিচ্ছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দার তৎপরতা রয়েছে।
Leave a Reply