স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সদ্য গঠিত মনিটরিং পিআইসি কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার দাবিতে ইউএনও এর সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২ ডিসেম্বর) সোমবার দুপুর ১২ ঘটিকায় উপজেলা পরিষদ কার্যালয়ে জগনাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ এর সাথে মতবিনিময় করছেন। মতবিনিময়ে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক যুবদলের সাবেক আহ্বায়ক এম এ কয়েস, সাবেক সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সেলিম আহমদ, সাবেক যুব বিষয়ক সম্পাদক সাহেদ আহমদ, খলিলুর রহমান, আংগুর মিয়া, পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম। কাউন্সিল ও পৌর বিএনপির সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন, কাউন্সিলর ও সাবেক প্রচার সম্পাদক আলাল হোসেন, মিরপুর ইউনিয়ন বিএনপির নেতা খলিলুর রহমান মেম্বার, উপজেলা যুবদল নেতা সামিনুর আহমদ, এখলাছুর রহমান তালুকদার নিক্সন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুয়েল আহমদ রাজা, উপজেলা যুবদলের অন্যতম নেতা মোঃ আফরোজ আলী, লুৎফুজ্জামান বাবর মুক্তি পরিষদের সিনিয়র সাধারণ সম্পাদক আবদাল হোসেন, কাওছার আহমদ, তাজুল জিম্মাদার, পৌর যুবদল নেতা আব্দুল কাইউম বাবর, ফয়ছল আহমদ, বিল্লাল উদ্দিন, টিপু মিয়া সহ আরো অনেকে।
মতবিনিময় সভায় বিএনপি নেতৃবৃন্দ সদ্য গঠিত উপজেলার মনিটরিং পিআইসি কমিটিত ভেঙ্গে নতুন করে সকলের সমন্বয়ের মাধ্যমে পূর্ণ গঠনের দাবি জানান।
Leave a Reply