মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন এর দিক নির্দেশনায় এস আই মো. শফিকুল ইসলাম, এসআই শাহ আলম, এসআই লুৎফর রহমান, এসআই ইসমাইল মিয়া, এএসআই হুমায়ূন কবির, এএসআই আলী আকবর সহ একদল পুলিশ পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, পাটলি ইউনিয়নের বনগাঁও গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে মো. হোসেন আহমদ(২৫), পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের মৃত এলিম উল্লাহর ছেলে তখলিছ মিয়া(৫৫), একই গ্রামের মৃত উস্তার উল্লাহের ছেলে জাহিদ আহমদ উরফে গোলাপ মিয়া (৩৫)।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমীন বলেন, আমাদের থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ৩ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের আজ ১০ জানুয়ারি শুক্রবার পুলিশ হেফাজতে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply