দেশ বাংলা ডেস্ক::
বিশিষ্ট বুদ্ধিজীবি ও রাজনীতিক ডঃ এনামুল হক চৌধুরীর সম্মানে ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ওসমানী ইন্টারন্যাশনেল এয়ার পোর্টের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার ( ১৬ জানুয়ারি ২০২৫) ইংরেজি তারিখে ইষ্ট লন্ডনের ভ্যালেন্স রোডে উডেহাম সেন্টারে, উক্ত সভায় সভাপতিত্ব করেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, পরিচালনা করেন সদস্য সচিব এমএ রব, শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ন আহ্বায়ক মাওলানা আব্দুল কুদ্দুছ।সভাপতির স্বাগত বক্তব্যের পর শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রেস ও পাবলিকেশন সেক্রেটারি সাংবাদিক সাঈদ চৌধুরী, অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সাবেক মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, মাহবুবুর রহমান কুরেইশী, লোটন ক্যাম্পেইন কমিটির সদস্য সচিব সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ আযম আলী, কামালি সেরোয়ান শাহ, বিশিষ্ট রাজনীতিবিদ আশিক মিয়া, সাংবাদিক এনাম চৌধুরী, প্রভাষক আব্দুল হাই, মাওলানা মোহাম্মদ কুদ্দুছ, খন্দকার সাঈদুজ্জামান সুমন, এডভোকেট সাইফুর রহমান পারভেজ, মোঃ নুর বক্স, মোহাম্মদ গোলাম রব্বানী, সাংবাদিক খালেদ মাসুদ রনি, হাজী ফারুক মিয়া, মোহাম্মদ ফাহিম আজাদ, ইস্তাব উদ্দিন আহমদ, নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন আকমল, মসুদ আহমদ, মোহাম্মদ আশিক মিয়া, মাহবুবুর রশিদ,মেহেদী হাসান প্রমুখ।
স্মারকলিপি পাঠ করেন অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন। ক্যাম্পেইন কমেটির আহবায়ক কে এম আবু তাহের চৌধুরীর আপন ভাই আলহাজ্ব এ এস মোহাম্মাদ সিংকাপনী হাসপাতালে অসুস্থ ভাইয়ের কাছে থাকায় সভার শেষ পর্যায়ে এসে যোগদান করেন এবং বলেন ওসমানী বিমান বন্দর থেকে অনতিবিলম্বে কাতার, আমিরাত, সৌদি ও বৃটিশ এয়ার ওয়েজের ফ্লাইট চালুর দাবী জানান। আলহাজ্ব এ এস মোহাম্মাদ সিংকাপনীর সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল কুদ্দুছ।
Leave a Reply