এম কে তুষার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর এলাকায় একটি মালিকানা ভূমি ভরাট করতে একটি চক্র অবৈধ ভাবে বালু বিক্রয় করছে।
+১৮ জানুয়ারী) শনিবার রাতে সরজমিনে গেলে জানাযায় সরকারি বিভিন্ন উন্নয়নমূলক কাজে বালু ব্যবহারের জন্য বিক্রয় করার অজুহাতে বালু উত্তোলন করে বাণিজ্যিক ভাবে বালু বিক্রয় করছে এই সিক্রিকেট। জগন্নাথপুর উপজেলা প্রশাসনকে ফাঁকি দিয়ে রাতের আধাঁরে বালু উত্তোলন করা হচ্ছে। বালু উত্তোলন অনুমতিপ্রাপ্ত মেসার্স একতা এন্টারপ্রাইজের ম্যানেজার এমরান হোসেন জানান, আমরা মনু নদী থেকে বালু ক্রয় করে ইসলামপুর বিক্রয় করছি।
জগন্নাথপুরে কৃষি ইন্সটিটিউটের চলমান কাজের জন্য ৫৫ হাজার ঘনফুট বালু কুশিয়ারা নদীর নির্দিষ্ট স্থান থেকে উত্তোলনের অনুমতি রয়েছে শফিক মো: জাবেদ এর মেসার্স একতা এন্টারপ্রাইজের। এই সুযোগে কৃষি ইন্সটিটিউটের বালু দিতে যেই পাইপ ব্যবহার করছে এই পাইপ দিয়ে বিভিন্ন বাসা বাড়ীতে বালু বিক্রয় করছে।
Leave a Reply