দেশ বাংলা ডেস্ক::
সিলেট আন্তরজাতিক বিমান বন্দর কেম্পেইন কমিটির উদোগে লুটন গ্রেইটার সিলেট কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। শফিক খুরাম চৌধুরীর সভাপত্তিতে ও পারভেজ আহমদের পরিচালনায় আনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কে এম আবু তাহের চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এম এ রব সদস্য সচিব, জামান সিদ্দীকী, মাহবুব কুরেসী, আজম আলী, মৌলানা আং কুদ্দুস, সলিসিটার ইয়ার উদ্দীন। অন্যান্যদের মধ্যে
বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন, সুহেল আহমদ, এমদাদ হোসেন পাভেল , হেলাল আহমদ, প্রবীন ব্যবসায়ী হারুন মিয়া প্রমূখ। সভায় বক্তারা বলেন প্রতিদিন সিলেটের এক হাজার প্রবাসী ৪ঘন্টা থেকে ২০ ঘন্টা বিনা কারনে ঢাকা এয়ারপোটে ওয়াটিং করতে বাধ্য করা হচ্ছে, এবং প্রবাসীদের সাথে দূর ব্যবহার করছে ঢাকা এয়ারপোর্টের কর্মচারীরা । এই বৈশম্য থেকে মুক্তি পেতে সিলেট বাসীকে ঐক্যবদ্ব ভাবে আন্দোলন করতে হবে।
সিলেট হচ্ছে প্রবাসী অধ্যুষিত একটি এলাকা, এছাড়া বিকল্প কোনো পথ আমরা পাইনি।
Leave a Reply