হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে একটি প্রভাবশালী মহল। বালু উওোলনের দায়ে বালু বোঝাই নৌকা আটক করেছে রাণীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস। আটককৃত নৌকা রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য তেরা মিয়া জিম্মায় রেখে আসেন রানীগঞ্জ ইউনিয়ন ভুমি কর্মকর্তা। ইউপি সদস্য তেরা মিয়া ও কাউছার আহমেদ তালুকদার নৌকাটি রাতে ছেড়ে দিলেন। রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য তেরা মিয়া, ও কাউছার আহমেদ তালুকদার আটককৃত নৌকা ছাড়িয়ে নিতে ইউনিয়ন ভূমি অফিসে দৌড়ঝাপ করছেন।
কুশিয়ারা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে (২০ জানুয়ারী) বাঘময়না এলাকায় বালু আনলোড করার সময় নৌকাটি আটক করা হয়। আটককৃত নৌকায় থাকা বালু শ্রমিক আবুল কাশেম জানান, ইউ/পি সদস্য তেরা মিয়া ও কাউছার আহমেদ বালু ক্রয় করে এনেছেন। আমাদের নৌকা তহশীলদার আটক করেছেন।
রানীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা সেলিম মিয়া জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি বালু বোঝাই নৌকা আটক করি,, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য তেরা মিয়া কাছে জিম্মায় রেখে আসি। তেরা মিযা রাতে নৌকা ছেড়ে দিয়েছেন।,আমরা তেরা মিয়া মেম্বারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply