স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত্যু নূর মিয়া চৌধুরীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী শাহ শুবা চৌধুরী গংদের মালিকানা ফিসারীতে মাছ ধরতে বাঁধা নিষেধ করে একই গ্রামের লুবন চৌধুরী সহ তার লোকজন। মাছ ধরতে হলে চাঁদা দিতে হবে। না হয় ধানি জমি সহ ফিসারিতে মাছ চাষ করতে দিবেনা লুবন, খলিল গংরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় শাহ শুবা চৌধুরীগংদের কেয়ারটেকার, ফিসারীতে কর্মরত ম্যানেজার ও শ্রমিকদের উপর হামলা করেন লুবন এর লোকজন। এই ঘটনায় প্রবাসী শাহ সুবা চৌধুরী ,শাহ শাহাব চৌধুরী ,শাহ ইদুজ্জোহা চৌধুরীগংদের কেয়ারটেকার তাদের চাচত ভাই আফাজ চৌধুরী বাদী হয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর আহমদাবাদ গ্রামের লুবন মিয়া চৌধুরী, ইয়াওর মিয়া চৌধুরী, খলিল মিয়া চৌধুরী, নাইম মিয়া চৌধুরী, সায়েক মিয়া চৌধুরী, ছাতির মিয়া চৌধুরী ও শানুর মিয়া কে আসামী করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং ১৪,তারিখ ২৩/০১/২০২৫ইং
মামলার অভিযোগে বাদী উল্লেখ করেন, লন্ডন প্রবাসী সুবা মিয়া চৌধুরী ও ভাইরা দীর্ঘদিন যাবত সপরিবারে যুক্তরাজ্যে বসবাস করেন। মামলার বাদী আফাজ চৌধুরী লন্ডন প্রবাসী সুবা মিয়া চৌধুরীদের আপন চাচাতো ভাই হিসাবে তাহাদের মালিকানাধীন জায়গা জমিন ও সম্পত্তি দীর্ঘদিন যাবত দেখা শোনাসহ রক্ষণাবেক্ষণ করিয়া আসিতেছেন। মামলার অভিযোগে বাদী আরো উল্লেখ করেন, বিবাদীগণ এক দলভুক্ত উগ্র, দাঙ্গাবাজ, চাঁদাবাজ, খারাপ চরিত্রের লোক, পরধন লোভী ও সন্ত্রাসী হিসাবে পরিচিত। শাহ সুবা চৌধুরী প্রবাসে থাকায় বিবাদীগন তাদের সম্পত্তি জোরপূর্বক দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় প্রাণ নাশের হুমকি সহ চাঁদা দাবি করিয়া খুন খারাপি করার জন্য আক্রমণ করে। গত ২১ জানুয়ারি রাত অনুমান সাড়ে ১১ ঘটিকার সময় আমি শাহ সুবা চৌধুরীরগংদের মালিকানা ফিসারিতে কাজে ছিলাম এ সময় লুবন, খলিল সহ তার লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে নিয়ে আমি ও আমার ফিসারীতে কর্মরত লোকজনের উপর অতর্কিত হামলা চালিয়ে ৫-৬ জন কে আহত করে। বিবাদীগন এ সময় ফিশারিতে থাকা জাল, ঠেলাগাড়ি ও দুটি পানি সেচের মেশিনসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যায়। মামলার বাদী মোঃ আফাজ চৌধুরী জানান, বিবাদীদের বিরুদ্ধে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে ও জগন্নাথপুর থানায় অত্যা, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে। বিবাদীগণ এলাকার চিহ্নিত সন্ত্রাসী একজোটভুক্ত চাঁদাবাজ ও
খারাপ চরিত্রে লোক। বিবাদীদের অত্যাচারে গ্রামের সাধারণ মানুষ ও আমাদের ফিসারীতে কর্মরত লোকজন অতিষ্ঠ । বিবাদীগণ আমার লন্ডন প্রবাসী চাচাত ভাই ও তাদের পরিবারের সদস্যদের দেশে আসলে হত্যা করে ফেলবেন বলে বিভিন্ন মাধ্যমে কাফনের কাপড় দেখিয়ে হুমকি দিয়ে আসছে। তাদের ভয়ে আমার চাচাত ভাই লন্ডন প্রবাসী শাহ শুবা চৌধুরী ,শাহ শাহাব চৌধুরী ,শাহ ইদুজ্জোহা চৌধুরী এবং তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ আসছেন না। হুমকির বিষয়ে মোঃ রাহিম মিয়া চৌধুরী থানায় সাধারণ ডায়েরীভুক্ত করেন। পরে জগন্নাথপুর থানা উক্ত বিষয় তদন্ত করে নন এফ আই আর নং ৯৭/২০২৪ইং মূলে প্রতিবেদন আদালতে প্রেরন করেন। এই ছাড়াও বিবাদীদের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা ২৭৬/২৪ ও জগন্নাথপুর থানার মামলা নং ১ তারিখ ০১/১১/২০২৪ইং চলমান রয়েছে।
বিবাদীগণ আইনের তোয়াক্কা না করে বেপরোয়া ভাবে চলাফেরা করে।
বর্তমানে বিবাদের ভয়ে আমার পরিবার ও ফিসারীতে কর্মরত লোকজন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।
বিবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আইনশৃঙ্খল বাহিনীর নিকট জোর দাবী জানাই।
Leave a Reply