স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি তকবুর হোসেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন জগন্নাথপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি নিজাম উদ্দিন, সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সাংগঠনিক সম্পাদক জালাল মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল বারিক, বিএনপি নেতা আনহার মিয়া, সুমন মিয়া, লেবু মিয়া, ধন মিয়া, রাহেল মিয়া।
বিবৃতিদাতারা জানান, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জীবন বাজি রেখে রাজপথে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তকবুর হোসেন। তিনি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে তকবুর হোসেনকে পৌর বিএনপির যুগ্ম আহবায়ক করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুক্তরাজ্য বিএনপির সেক্রেটারি কয়ছর এম আহমদ ও সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বিবৃতিদাতা।
Leave a Reply