মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সুনামধন্য বিদ্যাপীঠ সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাতিক্রমী আয়োজনে সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৫ মে সকাল ১১ ঘটিকায় এ উপলক্ষে বিদ্যালয় হল রুমে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও জগন্নাথপুর উপজেলা সমবায় কর্মকর্তা রাজ মনি সিংহের সভাপতিত্বে এবং মোঃ রিয়াজ উদ্দিন ও মহিবুল হাসান চৌধুরী এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল আলম ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটির সদস্য জাহেদ আলী, সাবেক সদস্য সুহেল আহমদ তালুকদার, মুহিবুর রহমান, আব্দুল হান্নান, মোজাম্মেল হক দিনার, খসরুল আবেদীনসহ অনেকেই।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজন বিহারী দাস।
বিদায়ী শিক্ষকের কর্মজীবনের বিভিন্ন গুনাবলী উল্লেখ করে বক্তব্য দেন, বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মারুফ খান মুবিন, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী সামিয়া আহমদ, নবম শ্রেণির ছাত্রী ঈশিতা দাস রাখি, প্রাক্তন ছাত্র জুনেদ আহমদ, সুহেল আহমদ,স্বাস্থ্য কর্মী ও প্রাক্তন ছাত্র আমিরুল ইসলাম দিলশাদ, জাকুয়ান আলম কোরেশী, বিশেষ অতিথি আবু হুরায়রা ছাদ মাষ্টার, দিলোওয়ার হোসেন দুলা, আব্দুল গাফ্ফার, আব্দুস সালাম, ব্রেইন এন্ড লাইফ হসপিটালের এমডি ফখরুল ইসলাম, ইমতিয়াজ আহমদ কল্লোল, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান, রাফিক আহমদ, সাবেক শিক্ষক মাহবুব আলম টিটু, মিরপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হামজা, প্রাক্তন ছাত্র আব্দুস সোবহান, পাড়ারগাঁও আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রাক্তন ছাত্র আবুল খায়ের, সাবেক অভিভাবক সদস্য মাওলানা বশির উদ্দিন, তাজপুর ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল খায়ের, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম, যুক্তরাজ্য প্রবাসী মোবারক আলী, শ্রীরামশ্রী স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ হাজির আলী, দক্ষিণ সুরমা থানার সমাজ সেবা কর্মকর্তা শাহিনুজ্জামান চৌধুরী প্রমুখ।
বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে দীর্ঘ ৩৮ বছর শিক্ষকতা করেছেন, মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে। শব্বির আহমদ চৌধুরী তার কর্মজীবনে অনেক শিক্ষার্থীকে পড়িয়েছেন।সত্যিকারের মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন। তারা দেশের কল্যানে অনেক বড় বড় জায়গা থেকে ভুমিকা রাখছে। তিনি শিক্ষার্থীদের মাঝে নিজের কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন আজীবন। আমরা তিনির নতুন যাত্রার শুভ কামনা করছি।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল আলম বলেন, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরী এই বিদ্যালয়ে দীর্ঘ অনেক বছর যাবত দক্ষতা ও নিপুণতার সাথে শিক্ষক, শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় পরিচালনা করছেন। শিক্ষার পরিবেশ সুন্দর করছেন। বিদায়ী শিক্ষকের অবসরকালীন সময়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন তিনি।
বিদায়ী শিক্ষক শব্বির আহমদ চৌধুরী বলেন, এই বিদ্যালয় ছিল আমার পরিবারের মতো। বিদ্যালয়ের সকল শিক্ষক এবং শিক্ষার্থীরা আমাকে অনেক সম্মান দিয়েছেন। আমি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরীকে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, সহকারী শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার প্রদান করেন।পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।
এর পর বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়।তিনির হাতে তুলে দেয়া হয় সম্মানসূচক ক্রেস্ট।
প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করে শিক্ষাগুরুকে পুষ্পমাল্য পরিয়ে ফুল দিয়ে গাড়িতে করে বাড়ি পৌছে দেন শিক্ষার্থীরা।
Leave a Reply