হিফজুর রহমান তালুকদার জিয়া:
জগন্নাথপুরে বাড়ি দখলের জের ধরে প্রতিপক্ষের হামলায় সেলিম আহমদ (২৮) নামের এক যুবক আহত হয়েছেন। সে জগন্নাথপুর পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকার আফরোজ আলীর ছেলে। আহত সেলিমের পিতা আফরোজ আলী জানান, পৌর শহরের বাড়ি জগন্নাথপুর এলাকায় আমার স্ত্রী হুসনা বেগমের পৈত্রিক সম্পত্তির ওপর একতলা বাড়ি নির্মান করে আমরা বসবাস করে আসছি। বেশ কিছু দিন ধরে একই এলাকার লন্ডন প্রবাসী সুলেমান আলীর ছেলে আক্তার হোসেন দোলা ও সুলতান মিয়া ভুট্রো সহ তার লোকজন বাড়িটি দখলে নেয়ার পায়তারায় লিপ্ত রয়েছেন। এনিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশী বৈঠক বসলেও এর কোন সুরাহা হয়নি। এরই জের ধরে আমাদেরকে বাড়ি ছাড়া করতে লন্ডন প্রবাসী আক্তার হোসেন দোলা ও সুলতান মিয়া ভুট্রোর ভাড়াটে লোক বাড়ি জগন্নাথপুর এলাকার তাজ উদ্দিন ও উপজেলার পাটলি ইউনিয়নের সাচায়ানী গ্রামের গৌছ আলীর ছেলে রাসেল মিয়া শুক্রবার দুপুরে বটেরতল এলাকায় আমার ছেলে সেলিম মিয়ার ওপর হামলা চালায়। বর্তমানে আমার ছেলে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply