স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌর শহরের হবিবপুর গ্রামবাসীর উদ্যোগে ২০২০হবিবপুর ফুটবল টুর্নামেন্ট আগামীকাল (৩ জানুয়ারী) শুক্রবার বিকেল ৩টায় উদ্বোধন করা হবে। হবিবপুর স্টেডিয়ামে আয়োজিত উদ্বোধনী ম্যাচটি উদ্বোধন করবেন হবিবপুর গ্রামের কৃতি সন্তান সাবেক কৃতি ফুটবলার আব্দুল মালিক ও সাবেক কৃতি ফুটবলার মাহমদ আলী। টুর্নামেন্টে প্রথম পুরস্কার ১টি মোটর সাইকেল ও ২য় পুরস্কার ৩২ ইঞ্চি রঙিন টেলিভিশন। প্রথম পুরস্কার দাতা হবিবপুর শাহপুর এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী আব্দুশ শহীদ ইব্রাহিম ও ২য় পুরস্কার দাতা হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী সুরুজ আলী। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি নুনু একাডেমী তাজপুর বনাম নান্দনিক স্পোর্টস একাডেমী বনগাঁও এর মধ্যে অনুষ্টিত হবে। টুর্নামেন্ট সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ১৬টি ঠিম অংশ নিবে। রেফারীর দায়িত্বে থাকবেন সিলেট রেফারী সমিতির কোষাধ্যক্ষ সাবেক কৃতি ফুটবলার মো: হাসান আলী বাদল। ২০২০হবিবপুর ফুটবল টুর্নামেন্ট সফল করার লক্ষ্যে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির উপদেষ্টারা হচ্ছেন হবিবপুর দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা বিশিষ্ট মুরব্বী মো: আব্দুল আজিজ, হবিবপুর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা জগন্নাথপুর পৌরসভার সাবেক পৌর কমিশনার তাজুল ইসলাম সাচ্ছা, হবিবপুর কিশোরপুর এলাকার বাসিন্দা প্রবীণ সাংবাদিক দিলদার হোসেন দিলদার, হবিবপুর মাঝপাড়া এলাকার বাসিন্দা জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার দেলোয়ার হোসাইন, হবিবপুর শাহপুর এলাকার বাসিন্দা পৌরসভার সাবেক কমিশনার চেরাগ আলী, হবিবপুর আশিঘর এলাকার বাসিন্দা আব্দুল হান্নান। পরিচালনা কমিটির সভাপতি হবিবপুর দক্ষিনপাড়া এলাকার বাসিন্দা সাবেক কৃতি ফুটবলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো: আবিবুল বারী আয়হান, সিনিয়র সহ-সভাপতি মাহমদ আলী, সহ-সভাপতি আমেরিকা প্রবাসী ফয়জুর রহমান, সহ-সভাপতি লন্ডন প্রবাসী বুরহান উদ্দিন ছফী, সহ-সভাপতি সিজিল মিয়া, সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য মো: ছাদেকুর রহমান ছাদেক, যুগ্ম সম্পাদক কৃতি ফুটবলার সেলিম আহমদ, যুগ্ম সম্পাদক শামছুল হক, কোষাধ্যক্ষ কামাল হোসেন, সহ কোষাধ্যক্ষ আবুল কাশেম, সহ কোষাধ্যক্ষ কবির মিয়া, সদস্য শামীনুর রহমান, শাহেদ আহমদ, আব্দুশ শহীদ, কবির মিয়া, নুরুল হক, শফিকুল হক, আকমল হোসেন, শাহীন মিয়া, তারেক মিয়া, সিরাজ মিয়া, বাবলু মিয়া, আলী হোসেন, রুহিন মিয়া, তোহা মিয়া। উদ্বোধনী ম্যাচে উপস্থাপকের দায়িত্বে থাকবেন জগন্নাথপুর ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুর রউফ ও তরুন সমাজকর্মী জাহেদ আহমদ। পরিচালনা কমিটির সভাপতি মো: আবিবুল বারী আয়হান জানান, হবিবপুর গ্রামবাসীর আয়োজনে ২০২০হবিবপুর ফুটবল টুর্নামেন্টটি শুক্রবার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে অনুষ্টিত হবে। উদ্বোধনী ম্যাচ সহ টুর্নামেন্টে অনুষ্টিত সকল খেলাগুলোতে উপস্থিত হয়ে সুন্দর ও সার্থক করে তুলতে সকলের প্রতি আহবান জানান।
Leave a Reply