স্টাফ রিপোর্টার: জগন্নাথপুরে প্রতিপক্ষের দায়েরকৃত মিথ্যা মামলা থেকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কামরাখাই গ্রামের প্রতিবন্ধী রমজান আলীকে অব্যাহতি দিয়েছেন আদালত। ২০১৮সালের ২৪ অক্টোবর কামরাখাই গ্রামের আব্দুল বশিরের স্ত্রী মোছাঃ মালেকা বেগম বাদী হয়ে রমজান আলী ও তার ছেলে আবুল হাসান শিপনকে আসামি করে সুনামগঞ্জ আমল গ্রহনকারী আদলতে সি, আর ১৪৯/১৮ (জগঃ) মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উক্ত মামলা থেকে ২৪৭ ধারায় আসামীদের অব্যাহতি প্রদান করেন আদালত। রমজান আলী জানান, তার মালিকানা বাড়ির ৪হাত রাস্তা এক সময় প্রতিপক্ষ নুরুল হক ও আব্দুল বশির দখল করে নিলে তাদের সাথে দীর্ঘ দিন বিরোধ সৃষ্টি হয়। ২০০৭ সালের ২৫ মার্চ নুরুল হক বাদি হয়ে রমজান আলী ও তার পিতাকে আসামি করে জগন্নাথপুর থানায় নন, জি আর ৪৫/০৭ (জগঃ) মামলা দায়ের করেন। পরে ২০০৮সালের ১৩ মার্চ তৎক্ষালীন ইউপি চেয়ারম্যান আব্দুল হাফিজের নেতৃত্বে সালিষী বৈঠকের সিদ্ধান্তে নুরুল হক ও আব্দুল বশির এর কবল থেকে বাড়ির রাস্তা উদ্ধার করে দেওয়া হয়। কিন্তু কিছুদিন পর নুরুল হক ও আব্দুল বশির পুনরায় ঐ ভূমি টুকু দখল করে রাস্তাটি বন্ধ করে দিলে পুনরায় বিরোধের সৃষ্টি হয়। পরে ২০১৮ সালের ২৩সেপ্টেম্বর রানীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজি দবির উদ্দিনের নেতৃত্বে সালিশ বৈঠকের সিদ্ধান্তে রাস্তাটি দখল মুক্ত করে দেওয়া হয়। কিন্তু ৪ অক্টোবর ১৮ইং পুনরায় ঐ ভুমিটুকু নুরুল হক ও আব্দুল বশিরের দখলে নিয়ে রাস্তাটি বন্ধ করে দিলে ২০১৮ সালের ৭ অক্টোর রমজান আলী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দাখিল করিলে অভিযোগের বিষয়টি ১১অক্টোবর বিভিন্ন অনলাইন পত্রিকায় প্রকাশ হওয়ার পর নুরুল হক গংদের পক্ষে সি, আর ১৪৯/১৮ (জগঃ) মামলা দায়ের করা হয়। ভুক্তভোগী রমজান আলী আদালতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেও বাড়ির রাস্তাটি বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছেন। বাড়ির রাস্তার ঐ ভূমি টুকু উদ্ধারে প্রশাসেনর সু-দৃষ্টি কামনা করছেন প্রতিবন্ধী রমজান আলী।
Leave a Reply