স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর পৌর শহরের লুদরপুর এলাকার বাসিন্দা প্রবীণ আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ এর ভাতিজা লন্ডন মহানগর আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী জগন্নাথপুর-ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি ইকবাল এম হোসাইন গত ১১মার্চ সংক্ষিপ্ত সফর শেষে লন্ডনে গিয়েছেন। লন্ডনে পৌছার পর হিথ্রো এয়ারপোর্ট জগন্নাথপুর- ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সহ সভাপতি ফারুক মিয়া তাকে ফুল দিয়ে বরণ করেন। জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক লুদরপুর গ্রামের বাসিন্দা মো: ইউনুছ মিয়া জানান, লন্ডন মহানগর আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক বিশিষ্ট সমাজসেবী ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের সিনিয়র সহ সভাপতি শেখ কামাল মেমোরিয়াল ট্রাস্ট ইউকের অর্থ সম্পাদক ইকবাল এম হোসাইন জগন্নাথপুর পৌর নির্বাচনে অংশ নিতে দেশে আসেন। পরবর্তীতে স্থানীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় নির্বাচন বোর্ডে তার নাম উপস্থাপন করা হয়। কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভুইয়াকে নৌকার প্রার্থী মনোনীত করেন। তিনি কেন্দ্রীয় সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে আসন্ন উপ-নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে সমর্থন দিয়ে দেশে নৌকার পক্ষে ভোট প্রার্থনা সহ প্রচার প্রচারনা চালিয়ে অবশেষে ব্যক্তিগত জরুরী প্রয়োজনে তিনি লন্ডনে চলে যান। সময় সল্পতার কারনে দলীয় নেতাকর্মীসহ পৌরবাসীকে বলে না যেতে পারায় আন্তরিকভাবে দু:খ প্রকাশ করে আগামী নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে পৌরবাসীর প্রতি আহবান জানান।
Leave a Reply