স্টাফ রিপোর্টার: জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের পাটলি চক গ্রামে ভুমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানাযায়, পাটলী চক গ্রামের জালু মিয়া ও ইয়াওর মিয়ার মধ্যে ভুমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে বুধবার সকাল সাড়ে ৮টায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে উভয় পক্ষের ১০জন আহত হয়েছেন। সংঘর্ষে আহতরা হচ্ছেন শামীম আহমদ (২০), মমিন আহমদ (১৮), জাললু মিয়া (৫০), ইউনুছ মিয়া (৩৫), ইয়াওর মিয়া (৬০), তৌরিছ মিয়া (৫০), জাহাঙ্গীর আহমদ (১৮), আমিরুল ইসলাম (৪৮)। এদের মধ্যে ইয়াওর মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করা হয়েছে।
Leave a Reply