স্টাফ রিপোর্টার: গত ১৯ এপ্রিল জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক কৃষি ও ঔষধের দোকান ব্যতিত সকল ব্যবসা প্রতিষ্টান বিকাল ৪টা পর্যন্ত বন্ধ রেখে সার্বক্ষনিক ফসল কাঁটার কাজে শ্রম ও মেধা বিনিয়োগ করার জন্য নির্দেশনা দেয়া হলে জগন্নাথপুর সদর বাজারের মেসার্স হাবিব ট্রেডার্স সহ ৪/৫টি ব্যবসা প্রতিষ্টানের মালিক শরিফ মিয়া প্রশাসনের নির্দেশনা তোয়াক্কা না করে দেদারছে চালিয়ে যাচ্ছে তার ব্যবসা প্রতিষ্টান। এতে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, শরিফ মিয়ার কুটির জোর কোথায়। বাজারের সকল প্রতিষ্টান সরকারের নির্দেশনা মানলেও শরিফ মহাজন তার ব্যবসা প্রতিষ্টানগুলো খোলা রেখেছে। ব্যবসায়ীরা আরো জানান, শরিফ মিয়ার উপজেলা প্রশাসনের সাথে সু-সম্পর্ক থাকায় দোকান খোলা রেখে ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। ইতিমধ্যে পুলিশ প্রশাসন বেশ কয়েক দিন মেসার্স হাবিব ট্রেডার্সের ২টি দোকান সাটার টেনে বন্ধ করে দিয়ে সরকারের নির্দেশনা মানার অনুরোধ জানালেও তিনি এসবের তোয়াক্কা করছেন না। এনিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশ হলেও অদৃশ্য কারনে ব্যবস্থা নিচ্ছেনা প্রশাসন। এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ জানান, এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হবে।
Leave a Reply