স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর পৌরসভার ২০২০-২০২১ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে পৌর মিলনায়তনে পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক এ বাজেট পশে করনে। বাজেটে মোট আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৯০ লাখ ৩০ হাজার ও মোট ব্যায় ধরা হয়েছে ৩৬ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ২লাখ ৫০হাজার টাকা। এতে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৯০ লাখ ৩০ হাজার টাকা ও উন্নয়ন আয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৮০ হাজার টাকা আর উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি টাকা। জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর খলিলুর রহমানের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাজেট পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমেদ। জগন্নাথপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিকের সভাপতিত্বে ও পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামীর পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মিজানুর রশিদ ভূঁইয়া, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য মাহাতাবুল হাসান সমুজ, পৌরসভার সাবেক কমিশনার লুৎফুর রহমান, সাংবাদিক শংকর রায়, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, সাবেক উপজেলা শ্রমিক লীগ সভাপতি নুরুল হক, বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব সহ- সভাপতি মোঃ আব্দুল ওয়াহিদ, কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, কাউন্সিলার দেলোয়ার হোসাইন, কাউন্সিলার তাজিবুর রহমান প্রমূখ। শুরুতে জগন্নাথপুর পৌরসভার প্রয়াত মেয়র আলহাজ্ব আবদুল মনাফ ও প্রয়াত সচিব মোবারক হোসেনের রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। বাজেট পেশ অনুষ্টানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর সুহেল আহমদ, কাউন্সিলর আবাব মিয়া, কাউন্সিলার মামুন আহমদ, কাউন্সিলর দীপক গোপ, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: ইউনুছ মিয়া, মহিলা কাউন্সিলর মীনা রানী পাল, আয়ারুন নেছা, নার্গিস বেগম, সাংবাদিক অমিত কান্তি দেব, জগন্নাথপুর অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মোঃ আব্দুল তাহিদ, সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির , জগন্নাথপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ রহমান, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক মোহাম্মদ ইয়াকুব মিয়া, কোষাধ্যক্ষ হিফজুর রহমান তালুকদার জিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মুন্না মিয়া, দপ্তর সম্পাদক জাকারিয়া আহমদ, সদস্য বিপ্লব দেবনাথ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply