দেশবাংলা ডেস্ক :: ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হয় স্কুল কাম আশ্রয়কেন্দ্রটি
চাঁদপুরে পদ্মা নদীর তীব্র স্রোতে রাজরাজেশ্বর ইউনিয়নের তিনতলা আশ্রয়কেন্দ্রটি অবশেষে হেলে পড়েছে। বৃহস্পতিবার সকালে স্রোতের মাত্রা বাড়তে শুরু করলে ভবনটি ডুবে যায়। এর আগে গত কয়েকদিন ধরে রাজরাজেশ্বর ইউনিয়নের মজিদকান্দি এলাকায় সদ্য নির্মিত এই ভবনের চারপাশে পদ্মা গ্রাস করে নেয়।
এদিকে, গত একসপ্তাহে নদীভাঙনে এই এলাকার ৬ শতাধিক বসতবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও বাজার নদীতে বিলীন হয়ে যায়। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী বেপারী জানান, তার ইউনিয়নের ৫টি চরের প্রায় ২৫ হাজার মানুষ চরম দুর্ভোগে আছে। তা ছাড়া চরের একমাত্র আশ্রয়কেন্দ্র নদীতে বিলীন হওয়া এখন সময়ের ব্যাপার।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. নাসিমউদ্দিন জানান, আশ্রয়কেন্দ্রে অস্থায়ী পুলিশ ফাঁড়ি ছিল। পরিস্থিতির কারণে তা অন্যত্র স্থানান্তর করা হয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় স্কুল কাম আশ্রয়কেন্দ্রটি গত একমাস আগে ঠিকাদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছিল।
Leave a Reply