সিলেট প্রতিনিধি:: সিলেট শহরতলীর বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজ এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এমসি কলেজের ছাত্র সাকের আহমদ (২০) নিহত হয়েছেন। নিহত সাকের নগরীর শাহজালাল উপশহরের ডি ব্লকের ২৬ নম্বর রোডের ৩ নম্বর বাসার বাসিন্দা আবুল কালাম আজাদের পুত্র। সাকের এমসি কলেজে ইন্টারমিডিয়েট শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে। এই মোটরসাইকেল দুর্ঘটনায় সাকেরের সহযাত্রী শনুকুল দাস(২০) গুরুতর আহত হয়েছেন।তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
তিনি বর্তমানে ওসমানী হাসপাতালে নিউরোসার্জারী বিভাগে চিকিৎসাধীন। আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত সাকের তার বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে বিমানবন্দর সড়কের ক্যাডেট কলেজ এলাকায় পৌঁছলে
বিপরীতমুখী আরেকটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকের ও তার সঙ্গী মারাত্মকভাবে আহত হন। তাদেরকে ওসমানী হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাকেরকে মৃত ঘোষণা করেন।বিমানবন্দর থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply