সিলেট প্রতিনিধি:: অবৈধ সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতির বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ২টায় সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের
অন্তর্ভূক্ত তামাবিল শাখার সকল শ্রমিকবৃন্দের আয়োজনে অবৈধ সিলেট জেলা
হিউম্যান হলার মালিক সমিতি ০১৩ এর বিরুদ্ধে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী রুনু মিয়া মঈন এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনছান আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা বাস-মিনিবাস ১৪১৮ এর সভাপতি, সিলেট বিভাগীয় সড়ক ফেডারেশনের সভাপতি, বাংলাদেশ সড়ক পরিবহনের সহ-সভাপতি বীর
মুক্তিযােদ্ধা সেলিম আহমদ (ফলিক)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ৪নং খাদিমপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বিলাল, আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মােঃ রায়হান উদ্দিন, আরও বক্তব্য রাখেন, তামাবিল
শাখার সভাপতি শাহাব উদ্দিন সাবু, সম্পাদক বদরুল ইসলাম, ফয়জুল মিয়া, ফয়সল আহমদ, কোর্ট পয়েন্ট শাখার আহবায়ক কয়েছ মিয়া, কবির মিয়া, জগলু মিয়া, সােহাগ মিয়া, মােগলাবাজার শাখার সভাপতি জুনেদ মিয়া,
সম্পাদক মােক্তার মিয়া, হেতিমগঞ্জ শাখার লুকই মিয়া, শাহাব উদ্দিন গাছবাড়ী শাখার সভাপতি মােঃ জামাল উদ্দিন, দরবস্থ শাখার সভাপতি আরমান, সম্পাদক জুনায়েদ আহমদ, গােয়াইনঘাট শাখার সভাপতি আলম, গিয়াস,
সালুটিকর শাখার সভাপতি আজির উদ্দিন মেম্বার, আলাজুর, কঠালপুর শাখার
আহবায়ক শিটন পাল, সালাম, আহাদ, শিপন পাল সহ সকল রােড কমিটির
নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন অবৈধ মালিক সমিতি ০১৩ কোনভাবে রাস্তায় শ্রমিকদের কাছ থেকে কোন ধরনের চাঁদা আদায় করতে পারবে না। তারা মালিক সমিতি তাদের মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করুক আমাদের কোন
সমস্যা নাই। কিন্তু রাস্তায় নেমে শ্রমিকদের কাছ থেকে কোন ধরনের চাঁদা আদায় করতে পারবেন না। কারণ। আমাদের শ্রমিকরা কন্টাকে বা চুক্তিতে গাড়ী চালিয়ে থাকে। শ্রমিকদের কোন ধরনের বেতন দেওয়া হয় না। তারা সারাদিন
গাড়ী চালিয়ে গাড়ীসহ চুক্তিকৃত টাকা বিকালে মালিকের কাছে। বুঝিয়ে দেন। এক কথায় আমাদের শ্রমিক কন্টাকের মাধ্যমে গাড়ী চালায়।
মালিকের দৈনিক ধার্যকৃত টাকা শর্তসাপেক্ষ পরিশােধের আশ্বাসের মাধ্যমে মালিকের কাছ থেকে গাড়ী নিয়ে বের হন। এমতাবস্থায় অবৈধ
মালিক সমিতি ০১৩ যদি রাস্তায় নেমে শ্রমিকদের কাছ থেকে যদি অবৈধভাবে কোন ধরনের দৈনিক চাঁদা আদায়ের চেষ্টা করে তাহলে আমরা
কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।
Leave a Reply