তাওহিদুল হক:: সুনামগঞ্জের জগন্নাথপুরে “আলোকিত জগন্নাথপুর “এর উদ্যোগে ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নলুয়া নোয়াগাঁও ও ভুরাখালি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গ্রামের প্রবীণ মুরুব্বী ক্বারী সফিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও আলোকিত জগন্নাথপুরের কর্মী রুয়েল আহমদ রাজার সঞ্চালনায়
আলোকিত জগন্নাথপুরের পক্ষে বক্তব্য রাখেন এম এ কয়েস, যুক্তরাজ্য প্রবাসী পিবিটিভির পরিচালক তখলিস মিয়া, গোলাম কিবরিয়া চৌধুরী পারভেজ, রোটারিয়ান আমান উদ্দিন আহমদ,আজির উদ্দিন,এ এইচ এনাম শাহাজান স্বপন
এনামুল হক এনাম খাইরুল ইসলাম
প্রমুখ।
এলাকাবাসীর পক্ষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন ১ওয়ার্ডের সাবেক মেম্বার অনিল চন্দ্র দাস,হিফজুর রহমান তালুকদার জিয়া।
আলোকিত জগন্নাথপুরের কার্যকম সম্বন্ধে বক্তারা বলেন,
শিক্ষা স্বাস্থ্য ও সেবামূলক কাজের মাধ্যমে আলোকিত জগন্নাথপুর উপজেলা গড়ে তুলার লক্ষ্য নিয়ে গঠিত সামাজিক প্লাটফর্ম “আলোকিত জগন্নাথপুর”।
বিদেশে অবস্থানরত আলোকিত জগন্নাথপুর এর গর্বিত সদস্যবৃন্দ আমাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে দাড়াঁনোর ইচ্ছা ব্যক্ত করেছেন। তাই প্রবাসী ঐসব ভাইদের জন্য দোয়া করবেন ভবিষ্যতে যেন যেকোন সমস্যায় আমরা তাদেরকে সাথে নিয়ে আপনাদের পাশে থাকতে পারি।
এ সময় স্থানীয় বক্তারা সামাজিক উন্নয়নে আলোকিত জগন্নাথপুর সংগঠনের বিভিন্ন উদ্যোগের ভূয়সী প্রসংশা করেন।বিশেষ করে চিকিৎসা সেবায় আর্থিক সহায়তা নিয়ে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও মেধাবী শিক্ষার্থীদের স্কুল, কলেজ, মাদ্রাসায় ভর্তিসহ যাবতীয় খরচ দিয়ে জগন্নাথপুর উপজেলায় শিক্ষার বিস্তার ঘটানোর উদ্দেশ্যের ভূয়সী প্রশংসা করেন এবং অত্র উপজেলাকে একটি শিক্ষিত উন্নত ও আদর্শ উপজেলায় রুপান্তরিত করতে এ ধারা অব্যাহত রাখার অনুরুধ জানান।
এতে আর্থিক সহযোগিতা করেন,মেজর অবঃ আশফাক সামি,এম এ ক্বাদির,আলহাজ ময়না মিয়া,ফয়জুন নূর,মোছাঃ সাজমা বেগম,আবিদুল ইসলাম আর্জু,মতিউর রহমান, মফজ্জুল মিয়া,ছানাওর মিয়া, শিবলু মিয়া,আব্দুল মতিন,সুজন রশীদ,দুলদুল বারী, ইয়াওর মিয়া,মুহিত আলী, মাসুক মিয়া,মজনু মিয়া,সৈয়দ মরতুজ আলী,আবু মুসা,এস এ আহমেদ।
Leave a Reply