ঠাকুরগাঁও প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে উলঙ্গ করে নির্যাতন, সিলেট এমসি কলেজ হোস্টেলে নারী ধর্ষণসহ সারাদেশে নারী-শিশু হত্যা, ধর্ষণ ও নির্যাতনের সাথে জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে ২য় দিনের মতো প্রতিবাদ, বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ করেছে ঠাকুরগাঁয়ের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) বেলা ১১ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করে ঠাকুরগাওয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা ধর্ষকদের শাস্তি চেয়ে বলেন, এই দেশে একের পর এক নারী নির্যাতন-ধর্ষণ-হত্যার মতো বর্বর ঘটনা ঘটেই চলেছে। আমাদের মা-বোনদের মতো নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। আমাদের মা-বোনদের নিরাপত্তা কোথায়? এই দেশে বিচারহীনতা ধর্ষক ও খুনীদের বেপরোয়া করে তুলছে। আমরা চাই এই ধর্ষকদের দ্রুত বিচার করা হোক। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা তাদের ফাঁসি চাই।
শিক্ষার্থীরা বলেন, নোয়াখালীর বেগমগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে কয়েকজন মিলে বিবস্ত্র করে নির্যাতন ও ধর্ষণ চেষ্টা করা হয়েছে, সিলেট এমসি কলেজ হোস্টেলে দুর্বৃত্তদের দ্বারা স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় আজ আমরা লজ্জিত পুরো দেশবাসী লজ্জিত।
শিক্ষার্থীরা আরও বলেন, আমরা জানি এসব কারা করছে। এসব ঘটনায় অনেক দলীয় নেতাদের নাম উঠে আসছে। দলীয় পরিচয়ে তারা পার পেয়ে যাচ্ছে। আমরা চাই এসব ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক।
শিক্ষার্থীরা আরও বলেন, ধর্ষণসহ সকল নারী নির্যাতন, হত্যা, ধর্ষণের মতো ঘটনার অপরাধীদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের সকলের দাবি সারাদেশে ধর্ষণ নির্যাতনে জরিত সকলকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে।
ধর্ষণ-নির্যাতনের ঘটনায় জড়িত সকলের উপযুক্ত শাস্তি না হলে আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এর আগে শিক্ষার্থীরা শহরের বড়মাঠ থেকে একটি মৌন মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও রাস্তা অবরোধ করে।
এছাড়া প্রগতিশীল ছাত্র জনতার আয়োজনে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় শহরের চৌরাস্তায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী পালিত হয়েছে।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জেএসডির ও ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, উদীচীর সাধারণ সম্পাদক রেজয়ানুল হক রিজু, তেল-গ্যাস খনিজ সম্পদ রক্ষার জেলা আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রুবেল, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সদর উপজেলা সভাপতি আহসানুল হক বাবু, উদীচীর সহ-সভাপতি এমএস আহম্মেদ রাজু, ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
Leave a Reply